মাসে লাখ টাকা আয়ের উপায় দেখুন প্রমাণসহ

তুমি কবিতা হলে-ইয়াকুব আলী তুহিন


তুমি কবিতা হলে  

আমি অসমাপ্ত লেখক হতাম,  

তোমার প্রতিটি ছন্দে  

নিজেকে হারিয়ে ফেলতাম।  


তোমার প্রতিটি শব্দে  

অনুসন্ধান করতাম অর্থ,  

তোমার প্রতিটি লাইনে  

আবিষ্কার করতাম জীবনরথ।  


তুমি কবিতা হলে  

আমার কলমে থাকত শুধু বিস্ময়,  

শব্দের খেলা নয়,  

তুমি হয়ে উঠতে আমার অন্তরের অভয়।  


তুমি কবিতা হলে  

আমি শুধু শ্রোতা হয়ে থাকতাম,  

তোমার বুকে, শব্দের মাঝে  

নিজেকে খুঁজে পেতাম, বারবার হারাতাম।  


তুমি কবিতা হলে  

আমি অসমাপ্তই রয়ে যেতাম,  

কারণ তোমায় লিখে শেষ করা যায় না,  

তুমি তো এক অনন্ত কবিতার ধারা।  


তুমি কবিতা হলে  

তোমার প্রতিটি স্তবক হতো  

নিঃশব্দের মধ্যে হাজারো বাণী,  

তোমার প্রতিটি স্পর্শে লুকানো থাকত  

একটি স্বপ্নময় কাহিনী।  


আমি যদি তোমার পৃষ্ঠাগুলোতে  

একটি শব্দ যোগ করতে যেতাম,  

তুমি হয়তো আলতো হেসে বলতে—  

“তুমি শুধু অনুভব করো,  

আমাকে লিখতে হবে না,  

কারণ আমি তো তোমারই অনুভূতির কথা।”


তুমি কবিতা হলে  

আমি প্রতিদিন তোমার ছায়ায় বসে  

শুধু তোমায় পড়তাম,  

তোমার মাঝে হারিয়ে  

নতুন এক জগৎ খুঁজে পেতাম।  


তুমি কবিতা হলে  

আমার চোখের জলে ভেসে যেত  

তোমার প্রতিটি অক্ষর,  

তোমার গভীরতায় ডুব দিয়ে  

পৌঁছে যেতাম অনুভবের অসীম সাগরে।  


তুমি কবিতা হলে  

তোমার প্রতিটি শ্বাসে থাকত  

একটি নিঃশেষ গল্প,  

তোমার নীরবতার মধ্যেই  

থাকত জীবন-ভালবাসার গভীর তপস্যা।  


তুমি কবিতা হলে  

আমি হয়তো কখনো শেষ করতে পারতাম না,  

তুমি যে রয়ে যাবে চিরন্তন—  

একটি অপূর্ণতা যা সবচেয়ে সুন্দর! 


Post a Comment

0 Comments

Contact Form

Name

Email *

Message *

আর্কাইভ

Translate This Website to Your Own Native Language