মাসে লাখ টাকা আয়ের উপায় দেখুন প্রমাণসহ

সমাজ পঁচার গন্ধ -কবি ইয়াকুব আলী তুহিন

 সমাজ পঁচার গন্ধ

-ইয়াকুব আলী তুহিন


মানুষ সে খুবই ভালো

চোখ থাকিতে অন্ধ।

এরে দিয়া তারে মারে

টাকায় করে মুখ বন্ধ।


সমাজটা তো বেজায় খুশি

বলেনা কেউ মন্দ।

এর কথা তারে বলি

লাগায় শুধু দ্বন্ধ।


কথার জালে পেচাঁয় ভালো

দেখে ভুলা মানুষ। 

কি করিবে বেচারা হায়!

নাইতো তার সেই হুশ।


কি বলিব কারে আমি 

সমাজটা তো অন্ধ।

চারিদিকে পাচ্ছি আমি 

সমাজ পঁচার গন্ধ।



রচনাকাল: ২৬.০২.২০২৪

Post a Comment

0 Comments

Contact Form

Name

Email *

Message *

আর্কাইভ

Translate This Website to Your Own Native Language