ক্ষমতা

-কবি ইয়াকুব আলী তুহিন


আমগো দেশের বুড়োটা আজ

নুয়ে নুয়ে হাটে।

এক সময় তার দাপট ছিল

রাস্তাঘাট আর মাঠে।


পরের জমি ফিতা টেনে 

বলতো কথা বড়

বুড়োর ভয়ে গ্রামের মানুষ

থাকতো নড়বড়।


বয়স বাড়ার সাথে সাথে

পড়লো সবই খসে

এসব দেখে গায়ের মানুষ

খিলখিলিয়ে হাসে।


গায়ের জোরের ক্ষমতা ভাই

রয়না চিরকাল।

গাও গেরামে দেখা মিলে 

এমন বুড়োর হাল।