বাশেঁর চেয়ে কঞ্চি মোটা
বাশেঁর চেয়ে কঞ্চি মোটা
-কবি ইয়াকুব আলী তুহিন
বাশেঁর চেয়ে কঞ্চি বড়
হইছে আজব সমাজে।
এইসব যত ঘৃণ্য কারবার
দেখিনি তো আগে..?
দুনিয়ার কি অসুখ হইছে
জান কি তুমি সত্যি..?
বাশেঁর চেয়ে কঞ্চি মোটা
এই নাটকের দরকার কি..?
আ-ঘাটেতে ঘাট হয়েছে
ঘাট হয়েছে নি-ঘাটা।
নিন্দুকের এই সমাজটাতে
সত্যের পড়েছে ভাটা।
সব কিছুতে কিন্তু খুজে
জানে না আদা'র খবর।
নাবিকের সান্নিধ্য পেতে
যাওয়া আসা দিনভর।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url